জামালপুর মেডিকেল হাসপাতালের এই অ'দ'ক্ষ ক'র্মীদের জন্য যে শিশুটি তার ডান হাতটি হা'রা'লো এবং তার পরিবার যে ভো'গা'ন্তি ভুগলো এই দায় ভার কে নিবে ?
আজকাল ভাইরাল না হলে বি'চা'র পাওয়া যায়না তাই আপনাদের
কাছে আকুল আবেদন এই পোস্টটি শেয়ার করে ভা'ই'রা'ল করে দিন ।
সুশীল সমাজ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও মানবাধিকার কর্মীদের দৃষ্টি আকর্ষণ করছি।
জামালপুর সদর উপজেলার ১ নং কেন্দুয়া ইউনিয়নের একটি পরিবারের সদ্যজাত শিশুর চিকিৎসাজনিত অবহেলা/ত্রু'টি'র কারণে ডান হাত হা'রা'নো'র (ম'র্মা'ন্তি'ক) ঘ'টনা আপনাদের সামনে তুলে ধরছি। ঘটনাটি শুধু একটি পরিবারের অপূরণীয় ক্ষ*তি নয়—ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে সঠিক ত'দ'ন্ত ও জবাবদিহিতা নিশ্চিত করা জরু'রি।
ছবিতে যে অ'স'হা'য় শিশুটি দেখতে পারছেন গত ২ মাস আগে সুস্থ স্বাভাবিক ভাবে জন্ম গ্রহণ করে । ২ সপ্তাহ আগে ঠান্ডা সর্দি জনিত সমস্যা নিয়ে একটা প্রাইভেট হসপিটালে ডাক্তার দেখানো হয়। ডক্টর শিশুটিকে জামালপুর জেনারেল হসপিটালে ভর্তি করানোর পরামর্শ দেন এবং তাকে ভর্তি করানো হয় । ভর্তি করানোর পর কিছু অ'দ'ক্ষ নার্স তার পায়ে ক্যানোলা লাগায় এবং যখন পা ফুলে যা তখন আবার শিশুটির ডান হাতে ক্যানোলা লাগানো হয় আর তখন থেকে শিশুটির হাত বেগুনি রং ধারণ করতে থাকে । শিশুটির বাবা মামা যখন হাতের এই অবস্থা নার্সদের বলে তারা বলে এটা ঠিক হয়ে যাবে । এখানে একটু বলে রাখি আসলে হাত বেগুনি রং ধারণ করার কারণ হতে পারে কেনোলা রক্ত নালিতে না দিয়ে মাংস পেশিতে দেওয়া অথবা ভুল মেডিসিন দেওয়াতে ইন'ফে'কশন করা । জ'ন্মের পর হাতে পায়ে কোনো সমস্যা ছিল না ।
তিন চার দিন পর তাকে ময়মনসিংহ মেডিকেল হসপিটালে রেফার করা হয় । সেখানে একদিন থাকার পর তাকে ঢাকা শহীদ সোহ্রাওয়ার্দী হাসপাতালে রেফার করে। কিন্তু ভ্যাগ্যের নি'র্ম'ম পরিহাস ৩ দিন পর ডাক্তার বলে এই হাত কে'টে ফেলতে হবে আর সেই জন্য তাকে ঢাকা পু'ঙ্গ হাসপাতালে রেফার করে । পু'ঙ্গ হাসপাতাল শিশুটিকে ভর্তি না করে ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার করে ।
গত ১৭/১২/২৫ ঢাকা মেডিকেলে আনার পর শিশুটিকে ভর্তি না করে আগে একটা টেস্ট (ডুপ্লেক্স স্টাডি অফ আপার লিম্ব ) করে আনতে বলে সেটা আবার হসপিটালে হয়না তাই ধানমন্ডি পপুলার হাসপাতাল থেকে টেস্ট করে নিয়ে আবার ঢাকা মেডিকেল হসপিটালে ইমার্জে'ন্সি'তে নিয়ে যাওয়া হয় । সেখানেও অনেক কাহিনীর পর শিশুটিকে ভর্তি করানো হয় এবং রাতের মধ্যে আরো অনেক টেস্ট করে ১ ব্যাগ র'ক্ত ম্যানেজ করে পরদিন ১৮/১২/২৫ শিশুটির ডান হাত কে*টে ফেলা হয় ।
এখন প্রশ্ন হলো জামালপুর মেডিকেল হাসপাতালের এই অ'দ'ক্ষ ক'র্মীদের জন্য যে শিশুটি তার ডান হাতটি হা'রা'লো এবং তার পরিবার যে ভো'গা'ন্তি ভুগলো এই দায় ভার কে নিবে ?
ভুক্তভুগীর পরিবার এই নির্মম ঘটনার সুষ্ঠ ত'দ'ন্ত ও বিচার চেয়ে হাসপাতালের পরিচালক বরাবর আকুল আবেদন করলে হাসপাতাল কর্তৃপক্ষ আজ ২০ ২৫ দিন যাবৎ খালি এই অসহায় পরিবারকে হয়'রা'নি করতাছে ।
এখন আপনারাই বলেন এই পরিবারকে এখন কি করা উচিৎ । আমরা এমন একটা দেশে বাস করি যেখানে জন্ম'গ্রহণ করার পরপরি জীব'ননা'শ ও হ'য়রা'নির শিকা'র হইতে হয় ।
আমি আপনাদের কাছে অনুরোধ করছি কি পথক্ষেপ নিলে এই শিশুটি তার ভবিষৎ নিশ্চয়তা পাবে এবং ভবিষতে এরকম ঘ'ট'না যাতে না ঘটে এইসব তথ্য দিয়ে সাহায্য করবেন ।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, গণমাধ্যম ও সচেতন নাগরিকদের অনুরোধ—বিষয়টি মানবিক ও দায়িত্বশীলভাবে দেখার পাশাপাশি পরিবারকে ন্যায্যতা পেতে সহায়তা করুন।
*** কালেক্টেড*
26 views